১৭ মিনিটে ফুল চার্জ হবে শাওমি ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:১৬| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:১৯
অ- অ+

স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি অনেক দিন আগেই চলে এসেছে। তবে এত দ্রুত স্মার্টফোনের ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তা আগে কেউ ভাবেনি। ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন ফুরিয়ে এল। এখন মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি! কারণ খুব শিগগিরই ১০০ ওয়াটের সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে শাওমি।

সম্প্রতি একটি সম্মেলন শাওমি যা ইঙ্গিত দিয়েছে, তাতে আগামী বছরের (২০২০) শুরুতেই বাজারে চলে আসবে ১০০ ওয়াটের সুপার টার্বো চার্জিং প্রযুক্তি-সহ স্মার্টফোন। মনে করা হচ্ছে, শাওমির মি মিক্স ফোর ফোনে প্রথম এই ১০০ ওয়াটের সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি শাওমি। চীনে আপাতত রেডমি কে৩০ ফাইভ জি লঞ্চের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে শাওমি।

জানা গিয়েছে, শুধু শাওমি নয়, ২০২০ সালের শুরুতে সুপার চার্জ টার্বো চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভোর একটি স্মার্টফোনে। আগামী বছর ১২০ ওয়াটের সুপার টার্বো চার্জিং প্রযুক্তি-সহ বাজারে আসতে চলেছে ভিভোর স্মার্টফোনও। জানা গিয়েছে, ভিভোর ওই ফোনটির ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা