রাজধানীতে শিশু ধর্ষণে মুদিদোকানির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৫১| আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৫৮
অ- অ+

রাজধানীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় এক মুদি দোকানির যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। সাজাপ্রাপ্ত এ ব্যক্তির নাম মো. আকবর (৫৪)।

রবিবার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মঞ্জুরুল হোসেন এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আকবরকে দশ হাজার টাকা অর্থদণ্ডও করেন।

রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাযের পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশু তার নানীর সঙ্গে পল্লবী এলাকায় বসবাস করতো। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সে চকলেট কেনার জন্য আসামির মুদি দোকানে যায়। আসামি তাকে চকলেটের বদলে কিছু বাজার দিয়ে তার রাজধানীর পল্লবী থানাধীন ১১ নং সেকশনের, ১২ নম্বর রোডের, ব্লক-বি এর রাবেতা ক্যাম্পের বাসায় পাঠায়। ওই সময় আসামি নিজেও তার পিছে পিছে যায়। পরে বাসায় গিয়ে দরজা বন্ধ করে আসামি শিশুটিকে ধর্ষণ করেন। ওই ঘটনায় শিশুটির নানী ওই বছর ১৫ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।

মামলাটি তদন্ত করে পল্লবী থানার সাব-ইন্সপেক্টর রবিউল আউয়াল ২০১৮ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৯ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর করে ট্রাইব্যুনাল। মামলাটির বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনাল চার্জশিটভূক্ত ৯ জন সাক্ষীর মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা