কুলিয়ারচরে অবৈধভাবে সিগারেট বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানাকে জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০১৯, ২০:২৮

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট বাজারজাত করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানাসহ সিগারেট ও স্ট্র্যাম্প জব্দ করেছেন ভৈরব র‌্যাব সদস্যরা। এসময় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার বিকালে কুলিয়ারচর বাজারে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন- কুলিয়ারচর বাদাম মেইল এলাকায় ‘হেরিটেজ টোব্যাকো’ কোম্পানি থেকে মাহমুদুল আলম, ইকবাল হোসেন, শাহরিয়ার আহম্মেদ।

এসময় অভিযানে মেসার্স হেরিটেজ টোব্যাকো থেকে ৬,৭৫,০০০ অবৈধভাবে স্ট্যাম্প ও ১,৪০,০০০টি সিগারেট উদ্ধার করে র‌্যাব-১৪।

গোপন সংবাদে জানতে পারে, একটি অবৈধ ব্যবসায়ী চক্র নিয়মিত সরকারি শুল্ক ফাঁকি দিয়ে জাল শুল্ক কর পরিশোধ স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট তৈরি করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নজরদারি চালিয়ে বিকালে কুলিয়ারচর থানার পূর্ব গাইলকাটা এলাকায় অভিযান চালালো হয়।

আটকদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার রফিউদ্দিন জোবায়ের।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :