সিভিল এভিয়েশন কর্মকর্তা ঘুষের টাকাসহ হাতেনাতে আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৩| আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৩
অ- অ+

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের টাকাসহ আটক করেছে দুদক।

শুক্রবার উত্তরার একটি রেস্টুরেন্টে ঘু‌ষ লেনদেনের সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশনের একটি দল।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য জানান, টাকার বিনিময়ে পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট রাশেদ সরকার একজনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী সেই টাকা নিতে আজ তারা উত্তরার একটি রেস্টুরেন্টে দেখা করেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘুষের একলাখ টাকাসহ রাশেদকে আটক করা হয়।

প্রণব জানান, লাইসেন্স যাচাইপূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঘুষ নিচ্ছিলেন রাশেদ। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে মামলা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা