দরিদ্রদের চিকিৎসাসেবায় মনোযোগী হোন: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:১১
অ- অ+

পেশাগত মানসিকতা নিয়ে দরিদ্র জনগণের সেবায় মনোযোগী হতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

শনিবার কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘মানবতার মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন। দরিদ্র এলাকার কোনো মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিন।'

এছাড়া সঠিক সেবা দিয়ে দরিদ্রের প্রতি আন্তরিক হওয়ার ক্ষেত্রে চিকিৎসার সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, রৌমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা।

পরে প্রতিমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ-খবর নেন।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা