সাভারে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:১১| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৬
অ- অ+

সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগে মানিক হাজী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার বুড়ির বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মানিক হাজী আশুলিয়ার বুড়ি বাজার এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, পেশায় বিউটিশিয়ান ওই নারীকে প্রায় ১০-১২ বছর আগ বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়েন মানিক হাজী। এরপর থেকে ওই নারীর শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন মানিক। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, গোপনে ওই নারীর অশ্লীল ভিডিও ধারণের পর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েই এতদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিলেন মানিক। মানিক এর আগেও পলি নামে আরো এক নারীকে জিম্মি করে ধর্ষণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মানিকের একাধিক স্ত্রী রয়েছে বলেও জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক জানান, ধর্ষণের মামলায় মানিক হাজী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা