উত্তরায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:১৮
অ- অ+

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী করতে ডিএনসিসির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

বুধবার দিনব্যাপী অভিযানে করপোরেশনের ১ ও ৬ নম্বর অঞ্চলের বিভিন্ন স্থানে গড়ে তোলা আধাপাকা ও ভাসমান স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এসময় উত্তরার ১২, ১৩ ও ১৪ সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ফুটপাত ও সড়কে স্থাপিত দুই শতাধিক অবৈধ দোকান, টংঘর ও ছাউনি উচ্ছেদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন।

সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার অপরাধে এক দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া উত্তরা ৪, ৬, ৭ ও ৯ সেক্টর আরও শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন।

অভিযানকালে ফুটপাত ও সড়কে স্থাপিত শতাধিক অবৈধ দোকান, টংঘর, ছাউনিসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।

(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা