খালেদার মামলায় সরকারের কিছু করার নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
| আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৬:৫০ | প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৫

দেশের সর্বোচ্চ আদালতেও জামিন হয়নি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশের সময় আদালত পর্যবেক্ষণে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

কুড়িগ্রামে দলের সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই।’

ওবায়দুর কাদের জানান, চলমান দুর্নীতিবিরোধী অভিযান সারাদেশে অব্যাহত থাকবে। দেখে শুনে সব দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বেলা ১২টায় কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক।

কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী।

এর আগে ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী পর্বে আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সাথে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। বিকালে নতুন কমিটি হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :