পিরোজপুরে চার ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৮:০২
অ- অ+

পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অভিযান চালিয়ে চার ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল উপজেলার গাওখালী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আবু হাসান, মোস্তকিন বিল্লাহ, মো. নিয়াজ মাহবুব ও সুব্রত মজুমদার। আটকের পর তারা প্রশাসনকে চিকিৎসক হিসেবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

র‌্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জনকে ছয় মাসের কারাদণ্ড এবং ১ জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল চৌধুরী সাংবাদিকদের জানান, “গাওখালী বাজারে পল্লী চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল একাধিক ভুয়া চিকিৎসক। এরা দীর্ঘদিন যাবত নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে রোগীদের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। পিরোজপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মো. আরিফ হাসান তাদের সার্টিফিকেট পরীক্ষা করলে তা ভুয়া প্রমাণিত হয়। পরে র‌্যাব সদস্যরা চারজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।

এছাড়াও একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা