গজারীয়ায় অপহৃত অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৩
অ- অ+

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অপহৃত এক অটোরিকশা চালকের গলা, হাত ও পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিম। তার নাম মো. মান্নান মিয়া (২২)।

আজ শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার নাজিরচর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মান্নান মিয়া দক্ষিণ ফুলদী গ্রামের প্রয়াত মনজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে মান্নান অটোতে যাত্রী নিয়ে গজারিয়ার সোনালী মার্কেট থেকে জামালদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে গাড়িটিসহ তিনি অপহৃত হন।

পরদিন সোমবার তাঁর মা খাদিজা বেগম গজারিয়া থানায় সাধারণ ডায়েরি রুজু (নম্বর ৩১২) করেন।

খুনের শিকার মান্নানের স্ত্রী তানিয়া ও দেড় বছর বয়সী কন্যা রওজা রয়েছে।

গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুনের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করার চেষ্টা চলছে। লাশের গলা, হাতপায়ের রগ কাটাসহ পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা