হাতিয়ায় অস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু আটক

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২০, ১২:২৩| আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১২:৩৫
অ- অ+

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে অভিযান চালিয়ে আইয়ুব নবী (৪৫) ও ফরিদ উদ্দিন (৩০) নামে দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে মৌলভীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আব্দুল্লাহ গ্রামের মাহমুদ উল্যার ছেলে আইয়ুব নবী এবং একই এলাকার নূর মোহাম্মদের ছেলে ফরিদ উদ্দিন। তারা উভয়ে হাতিয়ার চেয়ারম্যানবাজার সংলগ্ন তেলীরচরে থাকেন।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাসান জানান, ৬-৭ জনের একদল জলদস্যু মৌলভীরচর এলাকায় ৪০-৫০টি মাছ ধরার নৌকাতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় দস্যুদল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আইয়ুব নবী ও ফরিদ উদ্দিনকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, চার রাউন্ড গুলি ও চারটি রামদাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/৯জানুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা