চাটমোহরে ‘আগুন পীর’ আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২০, ১৬:২০
অ- অ+

পাবনার চাটমোহরে আবদুস সাত্তার ওরফে আগুন পীর নামে এক ভণ্ড পীরকে আটক করেছে পুলিশ। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে ওই পীরের আস্তানায় অভিযান চালায় পুলিশ।

অপর আটকরা হলেন, রশিদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আবদুস সাত্তার বাড়ির পাশে আস্তানা করে নিজেকে ‘আগুন পীর’ দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আসর বসিয়ে গাঁজা সেবন করাতেন তিনি। বিষয়টি জানতে পেরে ওই আস্তানায় অভিযান চালায় হান্ডিয়াল ফাঁড়ি পুলিশ। এ সময় ‘আগুন পীর’ কয়েকজন সহযোগী নিয়ে গাঁজা সেবন করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এসময় তাকেসহ দুই সহযোগীকে আটক করা হয়। এ ঘটনায় মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা