‘আমরা সংক্ষুব্ধ, আপিলে সুবিচার প্রত্যাশা করি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:২৭| আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:৪৫
অ- অ+

স্বরসতী পূজাকে কেন্দ্র করে ঢাকা সিটি নির্বাচন পেছানোর রিট খারিজ করে উচ্চ আদালত যে রায় দিয়েছে এর বিরুদ্ধে আপিল করা হবে জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।

মঙ্গলবার বিকালে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা দাশ বলেন, ‘আমরা আপিল করবো। হাইকোর্টের আদেশে আমরা সংক্ষুব্ধ ও ব্যথিত। উচ্চ আদালতের আদেশের বিরুদ্ধে আপিলে আশা করি ন্যায়বিচার পাবো।’

রানা দাশ বলেন, ‘নির্বাচন কমিশন ৩০ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। আমাদের কাছে মনে হচ্ছে, কেন যেন সবকিছু একইসূত্রে গাঁথা। এর মধ্য দিয়ে বাংলাদেশের যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরও তো ধর্মীয় অনুভূতি আছে। তাদেরও যে পূর্জা-অর্চনা করার অধিকার রয়েছে এর মধ্য দিয়ে এই অধিকারগুলোকে ক্ষুণ্ন করা হচ্ছে। এমনকি আমাদের যে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে আমরা সেটা হাইকোর্টে তুলে ধরেছিলাম।’

ঐক্য পরিষদের এই নেতা বলেন, ‘পূজার দিন নির্ধারণের বিষয়ে হাইকোর্ট তিথির বিষয়টি তুলেছেন। ৩০ জানুয়ারি তিথি-লগ্ন, লগ্নতে পূজার সময়। এসময় আমরা স্বরসতী পূজা করে থাকি। ৩০ তারিখ পূজার যে লগ্ন রয়েছে সেদিন সূর্যোদয়ের পর থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত স্বরসতি পূজার দিন। আমরা এটা বারবার উপস্থাপন করেছি, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য যে, হাইকোর্টের বিচারপতিরা আদেশ প্রদানকালে ২৯ জানুয়ারি কোন কারণে ছুটি দেওয়া হলো এবং কোন কারণে ১ ফেব্রুয়ারি স্কুল-কলেজে পরীক্ষা হচ্ছে তারা এ বিষয়টিকে নিয়েই আমাদের রিট আবেদনটি খারিজ করেছেন।’

‘কিন্তু পূজার যে ব্যাপকতা এবং পূজার সাথে যে উৎসবের আঙ্গিক এটাকে তারা তাদের আদেশে বিবেচনায় আনার প্রয়োজন মনে করেননি। যেহেতু হাইকোর্ট এ আদেশ দিয়েছেন আমরা নাগরিক হিসেবে এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ। কারণ উচ্চতর আদালতে এসেও যদি এদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আইনানুগ সঠিক বিচারটি না পাই তখন আমরা ভাবি ভবিষ্যৎটা কোথায়? আমরা যাবো কোথায়?’

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা