লক্ষ্মীপুরে গৃহবধূ খুন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১৮:৪১
অ- অ+

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর এলাকায় গৃহবধূ নাছরিন আক্তারকে গলাকেটে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ পশ্চিম লতিফপুর এলাকার প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী ছিলেন।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, ভোরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার গলাকেটে আহত করে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্বামী ও ছেলে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে নিহতের স্বামী ফারুক হোসেনের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে নিহতের দেবর সুমন ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটায়।

তিনি বলেন, নাছরিনের দেবর সুমনের সঙ্গে টাকা লেনদেন নিয়ে বাকবিতণ্ডা লেগেই থাকত। এজন্য গলাকেটে হত্যা করে সুমন। ছুরিকাঘাতের পর মৃত্যুর আগে তার নাম বলে যায় বলেও জানান তিনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে কিংবা অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা