নেটফ্লিক্সে ফিরছেন চার পরিচালক

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১৪:৫০
অ- অ+

পাল্লা দিয়ে জনপ্রিয়তা বেড়েছে নেটফ্লিক্সের। তাদের নজরে এবার ভারতীয় বাজার এবং হিন্দি সিনেমা। নতুন বছরেই চার পরিচালকের চারটি নতুন হিন্দি সিনেমার খবর দিয়ে পাল্লা ভারী করল নেটফ্লিক্স। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতায়েন, করণ জোহার এবং দিবাকর বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেই তালিকায়।

অনুরাগ কাশ্যপ যে সিনেমাটি বানাচ্ছেন তার নাম ‘চোকড’। অভিনয়ে সায়ামি খের এবং রোহন ম্যাথুউ। বিক্রমাদিত্য মোতওয়ানে বানাচ্ছেন ‘একে ভার্সেস একে’। এর দুটি প্রধান চরিত্রে অভিনয় করবেন অনিল কাপুর এবং অনুরাগ কাশ্যপ। দিবাকর বন্দোপাধ্যায়ের সিনেমার নাম ‘ফ্রিডম’।

এই সিনেমার মুখ্য ভূমিকায় থাকবেন নাসিরুদ্দিন শাহ, কাল্কি কোয়েচলিন, মণীষা কৈরালা, দিব্যা দত্ত, হুমা কুরেশি, জোয়া হুসেন, শশাঙ্ক অরোরা, নীরাজ কবি। আর উপরের তিনটি সিনেমার যোগসূত্র নিয়ে আরেকটি সিনেমা বানাচ্ছেন করণ জোহার।

করণের এই সিনেমায় অভিনয় করবেন মানব কল, শেফালি শাহ, ফাতিমা সানা শেখ, নুসরাত ভারুচা এবং জয়দীপ আলওয়াত। নেটফ্লিক্স তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সবাইকে এই খুশির সংবাদ দেয়।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা