ভোলায় রাতের আগুনে পুড়ল ২২ দোকান

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২০, ১২:৫৩
অ- অ+

ভোলার চরফ্যাশন উপজেলায় আগুনে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্র¯’রা।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চরফ্যাশন বাজারের শরিফপাড়া সেতু সংলগ্ন থানা রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে একটি কাপড়ের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে দুই ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিš‘ এর আগেই ২২টি দোকানে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি, হার্ডওয়্যার ও গ্যাস সিলিন্ডারের দোকানও ছিল। আগুনে অন্তত দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

জানতে চাইলে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি।

ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/পিএল/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন 
চলচ্চিত্র অনুদান কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেত্রী জাকিয়া বারী মম
পদ্মা ব্যাংকের ১২৮তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষার্থী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা