শিশু অপহরণের পর হত্যা, একজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৬

যশোরের চৌগাছায় সৌরভ সাহা (১০) নামে এক শিশুকে অপহরণের পর হত্যার দায়ে বিল্লাল হোসেন নামে একজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদ- দেওয়া হয়। যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২– এর বিচারক মাহমুদা খাতুন সোমবার দুপুরে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বিল্লাল পলাতক রয়েছেন। তিনি চৌগাছা উপজেলার চিতাম্বরপুর গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৯ জুলাই দুপুরে টিফিনের সময় সৌরভ স্কুল থেকে বাড়িতে আসে। খেয়ে সে আবার স্কুলে যায়। এরপর বেলা আড়াইটার দিকে অপরিচিত নম্বর থেকে তার বাবার মুঠোফোনে কল আসে। বলা হয়, সৌরভকে অপহরণ করা হয়েছে। পাঁচ লাখ টাকা নিয়ে ঝিনাইদহে এলে সৌরভকে ছেড়ে দেওয়া হবে। অপহরণের ঘটনা র‌্যাব-পুলিশকে জানালে সৌরভকে হত্যা করা হবে বলেও ফোনে হুমকি দেওয়া হয়। পর দিন ১০ জুলাই রাতে সৌরভের বাবা স্বপন সাহা চৌগাছা থানায় একটি অভিযোগ করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতে চৌগাছা উপজেলার চিতাম্বরপুর গ্রাম থেকে পুলিশ বিল্লাল হোসেনকে আটক করে। বিল্লালের দেওয়া তথ্য অনুযায়ী পরদিন ১১ জুলাই সকালে

উপজেলার গরীবপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে সৌরভ সাহার লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যার পর পাটক্ষেতে ফেলে রাখা হয়।

পিপি এম ইদ্রিস আলী জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বিল্লাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। বিল্লাল হোসেন পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেন।

(ঢাকাটাইমস/২৭জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :