আন্তর্জাতিক মানের সিনেমা বানাবো: চৈতি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২০, ১১:৫১
অ- অ+

চৈতি চক্রবর্তী। পেশায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আবার তিনি অভিনয়ও করেন। অভিনয়টা করেন শখের বসে। সম্প্রতি তিনি সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক ‘ফান ফ্যাক্টরি ট্যুর’ নাটকটির শুটিং শেষ করেছেন। মার্চে নিকুল কুমার মন্ডলের নির্দেশনায় ফ্রাইডে থিয়েটার প্রযোজিত মঞ্চ-সিনেমা ‘ফানুস’ মঞ্চস্থ হবে। সেখানে চৈতি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। তার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।

তবে শুধু শিক্ষকতা আর অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না বহু প্রতিভাধর চৈতি। অদূর ভবিষ্যতে তিনি নামতে চান চলচ্চিত্র নির্মাণে। এই শিক্ষিকা কাম অভিনেত্রী ঢাকা টাইমসকে জানান, ‘নির্দেশক হিসেবে ইতোমধ্যে একাধিক কাজ করেছি। আরও অনেক কাজ করার ইচ্ছা আছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে চাই। কতটা পারব জানি না। তবে চেষ্টা থাকবে শতভাগ।’

অভিনয়ে আসার ক্ষেত্রে পরিবারের সমর্থন ছিল না বলে জানান চৈতি। কিন্তু স্কুলজীবন থেকেই তার ঝোঁক ছিল অভিনয়ে। তখন থেকেই তিনি যুক্ত রয়েছেন মঞ্চ নাটকের সঙ্গে। নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে শিক্ষকতার পাশাপাশি অভিনয়ও করে যাচ্ছেন। চৈতি স্নাতক শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। বর্তমানে সেখানেই এমফিল করছেন মঞ্চ নাটক নিয়ে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিও করেছেন।

এত ব্যস্ততার মধ্যেও নিয়মিত থিয়েটার করেন চৈতি। তিনি বলেন, ‘থিয়েটার আমার প্যাশন। এক আবেগ ও ভালোবাসার নাম। অভিনয় নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। আমার লক্ষ্য থাকে অভিনয়ের মাধ্যমে কীভাবে মানুষকে সামাজিক বার্তা দেয়া যায়। এ জন্য সবসময় প্রতিবাদী, প্রগতিশীল এবং চ্যালেঞ্জিং চরিত্র আমার পছন্দ। দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছি। সবাই আশির্বাদ করবেন।’

দর্শকদের উদ্দেশ্যে চৈতি বলেন, ‘আপনারা সবসময় ভালো কাজের সঙ্গে থাকুন। সুস্থ ও সুন্দর সংস্কৃতির চর্চা অব্যাহত রাখুন। সবাই প্রতিদিন অন্তত একটা করে ভালো কাজ করুন। তাহলে আমাদের জন্মভূমি আরও সুন্দর হবে। আমরা সবাই মিলে কাজ করলে সমাজের নেতিবাচক দিকগুলো অবশ্যই পরিবর্তন করতে পারব।’

ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হলেন ডা. শামীম শাহরিয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা