পল্লবীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৩ | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১

সিটি নির্বাচনে ঢাকার পল্লবী এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ উঠেছে। ঢাকা উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনু ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী কদম আলী মাতব্বরের সমর্থকদের মধ্যে এই ধাওয়ার ঘটনা ঘটে। এতে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল পৌনে নয়টার দিকে পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন বেনু বলেন, পল্লবী মহিলা ডিগ্রি কলেজে ও পল্লবী মডেল স্কুল কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমার নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। আমার সমর্থকদের ওপর হামলা ও বাধা দেওয়া হচ্ছে।

পল্লবী মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রিজাইডিং অফিসার মো. লিয়াকত আলী বলেন, সকাল থেকে এখানে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কিছুক্ষণ আগে হট্টগোলের আওয়াজ শুনেছি। কিন্তু বাইরে আসলে কী হয়েছে বলতে পারি না।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :