কাজী আনিসের সস্ত্রীক দেশে ফেরার রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১ | প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০
ফাইল ছবি

আলোচিত ক্যাসিনোকাণ্ডের মামলায় যুবলীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমী রহমানের বিদেশ থেকে দেশে ফেরত আসার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। উপস্থাপন হয়নি মর্মে রিটটি খারিজ করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তাদের পক্ষে গত ২৭ জানুয়ারি রিট আবেদনটি করেন জনৈক আহসান মোর্শেদ নিদল।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান। রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

রিটে বলা হয়, কাজী আনিসুর রহমান ও তার স্ত্রী সুমী রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত দুটি পৃথক মামলা চলমান আছে। কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ৮০ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার ২০১৯ সালে মামলাটি করেন। কাজী আনিসুর রহমানের স্ত্রী সুমী রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৩১ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একই বাদী ২৯ অক্টোবর ২০১৯ মামলাটি করেন। মামলা তদন্তাধীন রয়েছে।

আবেদনে বলা হয়, মেডিকেল ভিসায় কাজী আনিসুর রহমান গত বছরের ২৪ সেপ্টেম্বর ভারত যান এবং তার স্ত্রী সুমী রহমান কলকাতা এপোলো হাসপাতালে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

(ঢাকাটাইমস/০৪ফেব্রুয়ারি/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

লভ্যাংশের টাকা আত্মসাৎ মামলা: ড. ইউনূসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

সম্মিলিত প্রচেষ্টায় বিচার বিভাগ আরও শক্তিশালী হবে: প্রধান বিচারপতি

জি কে শামীমের জামিন ঘিরে আবারও প্রতারণা, এক সপ্তাহ নিষিদ্ধ আইনজীবী 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা

ধর্ষণ মামলায় মুশতাক-ফাওজিয়ার স্থায়ী জামিন

ওষুধের মূল্যবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

টিপু-প্রীতি হত্যাকাণ্ড: আওয়ামী লীগ নেতা আশরাফসহ ৩৩ জনের বিচার শুরু

বিডিনিউজ সম্পাদক খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল দুদকের

পরীমনির আবেদনে পেছাল মাদক মামলার সাক্ষ্যগ্রহণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :