চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২১
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর কলেজের সামনে ট্রাকচাপায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহাসড়কের সোনাবর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদল আলীর স্ত্রী জাহানারা বেগম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রাজবংশী গ্রামের একরাম আলীর ছেলে আরশাদ আলী।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রহনপুর থেকে আড্ডাগামী একটি ট্রাক সোনাবর কলেজের সামনে আসার পর ব্যাটারিচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা জাহানারা ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরশাদ আলী। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরশাদও মারা যায়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শামিম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকসহ চালক পলাতক রয়েছে। ট্রাক ও এর চালককে ধরতে পুলিশ কাজ করছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশে কোনো জঙ্গি নেই : ডিএমপি কমিশনার
মুরাদনগরের ওসি, কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে বিএনপির নাম জড়ানো হয়: কায়কোবাদ
‘দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না আওয়ামী লীগ’
হাসিনা-রেহানা জয়-পুতুলের নামে সমন বিজ্ঞপ্তির নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা