‘পাহাড়ে উন্নয়ন কাজে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সমন্বয় দরকার’

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়নের অভাবের কারণে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ড ধীর গতিতে এগুচ্ছে। সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর কাজ তরান্বিত করার জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জরুরি। না হলে পিছিয়ে থাকবে পার্বত্য চট্টগ্রাম। তিন পার্বত্য জেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা এসব কথা বলেছেন।

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভা হয়। তিন পার্বত্য জেলার জনপ্রতিনিধিদের নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এ সভা করেন।

ইউনিয়ন ও উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় মনে করে পার্বত্য চট্টগ্রামের ইউনিয়ন উপজেলা পরিষদগুলো পার্বত্য মন্ত্রণালয়ের অধীনে। সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাদ্দ দিতে বৈষম্য করে। এ বৈষম্য নিরসন করা দরকার। অথবা এসব পরিষদগুলোকে পার্বত্য মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

জনপ্রতিনিধিরা অভিযোগ করেন, আয়ের উৎস না থাকায় পরিষদগুলোর চেয়ারম্যান ও সদস্যরা তাদের ভাতা পর্যন্ত পান না।

সভার প্রধান অতিথি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, পার্বত্য চট্টগ্রাম একটি বিশেষ অঞ্চল হিসেবে এ এলাকায় উন্নয়ন বরাদ্দ দিতে বিশেষ বিবেচনা করা হবে। উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে সম্পাদনের জন্য পার্বত্য চট্টগ্রামের সব জনপ্রতিনিধিকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদন সরকারের একটি ভালো অর্জন। এ অর্জনকে নষ্ট করা যাবে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদগুলোর সমন্বয়ের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কাজ করতে মন্ত্রণালয় কাজ করবে।

মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা তাদের দপ্তরের বিভিন্ন সমস্যা মন্ত্রীকে খুলে বলেন এবং সমাধান প্রত্যাশা করেন। মতবিনিময় শুরুর আগে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় সরকার পরিষদগুলোর বিভিন্ন সমস্যা তুলে ধরেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :