লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৯
অ- অ+

লক্ষ্মীপুরে কিশোরীকে ধর্ষণ ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাবেদ হোসেন ও ইয়াছিন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রামগতির পোড়াগাছার কোডেক কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ ফেব্রুয়ারি রাতে কিশোরীকে কোডেক কলোনি এলাকায় ওই কিশোরীকে ধর্ষণ করে জাবেদ ও ইয়াছিন। এসময় ওই কিশোরীকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় তারা। পরে ওই কিশোরীকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করলে তাকে সেখানে নেয়া হয়।

এ ঘটনায় ওই রাতেই কিশোরীর মা রামগতি থানায় তাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা