সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে মহান ভাষা দিবস উদযাপন

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫২
অ- অ+

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে।

সকালে প্রভাতফেরি শেষে বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।

এরপর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে উপাচার্যের সভাপতিত্বে হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মীর মোবাশ্বের আলী।

অনুষ্ঠানের শেষাংশে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা