বগুড়ায় কনস্টেবল লাঞ্ছিত, দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৪
অ- অ+

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত ও তার সহযোগীদের বিরেুদ্ধে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায়। এ ঘটনায় পুলিশ যুবলীগের দুইকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে দুলাল মহন্ত পলাতক রয়েছেন।

রাত ৯টার দিকে পুলিশ কনস্টেবল আব্দুল মতিন বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি দুলাল মহন্ত মাতাল অবস্থায় তার সহযোগীদের সাথে নিয়ে কনস্টেটেবল আব্দুল মতিনকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আব্দুল মতিনকে উদ্ধার করে। এ সময় দুলাল মহন্ত পালিয়ে গেলেও পুলিশ সুমন ও প্রশান্ত নামে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে। রাতেই পুলিশ দুলাল মহন্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। ঘটনার পর থেকে তিনি পলাতক।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর জানান, এ ঘটনায় ভাইস-চেয়ারম্যান দুলাল মহন্তসহ ছয়জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা