ডেনমার্ক আ.লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ডেনমার্ক প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৯

ডেনমার্কে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে স্থানীয় সময় শনিবার রাত ৯টায় ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে দোয়া, মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রথমে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদের জন্য দোয়া ও মোনাজাত করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বক্তারা বাংলা ভাষাকে প্রবাসে বাঙালি নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার গুরুত্ব ও ভাষা জন্য যুদ্ধ কিভাবে এবং কেন হয়েছিল তা তুলে ধরতে সকল মাতা-পিতার প্রতি বিশেষভাবে আহবান জানানো হয়।

ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান বলেন, বায়ান্ন ও একাত্তর আমাদের জাতির পরিচয়, চেতনা ও অস্তিত্ব। আর এই পরিচয় আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্য যিনি ভাষা আন্দোলনসহ সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। যার জন্ম না হলে বাংলাদেশ হতো না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুবুল হক, রাফায়েতুল হক মিঠু, হাসনাত রুবেল, সহ-সভাপতি খোকন মজুমদার, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন, বোরহান উদ্দিন, সাংগঠনিক সস্পাদক শামীম খালাসী, মোহাম্মদ সোহাগ।

দ্বিতীয় পর্বে ডেনমার্ক আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভার কার্ষক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোকন মজুমদার এবং পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সস্পাদক নাঈম উদ্দিন খাঁন।

প্রস্তুত কমিটির আহবায়ক ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সভাপতি বাবু সুভাষ ঘোষ, যুগ্ম আহবায়ক উপদেষ্টা মাহবুবুল হক, হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল। সদস্য সচিব রাফায়েতুল হক মিঠু। সদস্য নাছির উদ্দিন সরকার, সরদার সাইদুর রহমান, মিজানুর রহমান খাঁন, সেলিম রহমান।

পরে রাতের খাবার পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

দুবাইয়ে হাটহাজারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

বৃহত্তর নোয়াখালী সোসাইটি বাহরাইনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

রোম দূতাবাসে ‘প্রবাসী স্বার্থ ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সভা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘রাজশাহী কিংস’

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত 

মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের মরদেহ উদ্ধার

আমিরাতে ইউনুছ গণি চৌধুরীর সমর্থনে জনসভা

পর্তুগালে ব্রাক্ষণবাড়িয়া কমিটির সভাপতি শাহাদুজ্জামান, সম্পাদক মানিক

বিএনপি-জামায়াত ধ্বংসের দ্বারপ্রান্তে: নাছিম

বাহরাইনে সাবের আহমেদের চাচা ও শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া

এই বিভাগের সব খবর

শিরোনাম :