শাহজালালে যাত্রীর পেটে পাঁচ শতাধিক ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১৭| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:৪৯
অ- অ+

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে প্রায় পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম মাধব কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের বাইরে সন্দেহ জনকভাবে ঘোরাফেরার সময় ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার পেটে ইয়াবাগুলো পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাধব কুমার নামে এক যাত্রী নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। এরপর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামীতে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরবর্তীতে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মাধব তার পেটে থাকা ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তা বের করতে ৭ ঘণ্টা সময় লাগে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, আটক মাধবের পেট থেকে ৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
‘মন হালকা হতে কুয়াকাটা গিয়েছিলেন’সেই ব্যাংক কর্মকর্তা
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা