জনগণ প্রত্যাখ্যান করায় আন্দোলনে সাড়া পায় না বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৬:৩৭| আপডেট : ০১ মার্চ ২০২০, ১৬:৫৬
অ- অ+

জনগণ প্রত্যাখান করায় বিএনপি আন্দোলনের ডাক দিয়েও সাড়া পায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, জনগণ ন্যায়ের পক্ষে, তাই তাদের অন্যায় আন্দোলনের আহবানে সাড়া মেলে না।

রবিবার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় দুর্নীতির দায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার প্রতি সরকার মানবিক আচরণ করছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘তাদের নেতা খালেদা জিয়া জেল খাটছে। এখন হাসপাতালে ভর্তি হয়ে আছে। দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও তাকে ব্যক্তিগত গৃহকর্মী রাখার সুযোগ দেওয়া হয়েছে। সরকার মানবিক বলে তাকে এ সুযোগ দেওয়া হয়েছে।’

খালেদার জামিনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তার জামিন বিষয় আদালতের এখতিয়ার। তিনি জামিন না পেলে সরকারের কিছু করার নেই। খালেদা জিয়ার জামিন নিয়ে তার দলের নেতারা আন্দোলনের ঘোষনা দিলেও জনগণ তাদের ডাকে সাড়া দেয় না। জনগণ ন্যায়ের পক্ষে তাই অন্যায় আন্দোলনের আহবানে তাদের সাড়া মেলে না।

‘বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করছেন না। এটা তার ব্যক্তিগত বিষয়।’

বর্তমানে সরকার দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘দেশে পুলিশ বিভাগ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তারাও এদেশেরই সন্তান। তাদের মধ্যেও ভালো মন্দ থাকতে পারে। পুলিশের মধ্যেও কেউ দুনীর্তির সঙ্গে জড়িয়ে গেলে তাদের আমরা ছাড়ছি না।’

এ সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০১মার্চ/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা