কফি হাউজে ইমরান মাহফুজের কবিতাড্ডা!

বাংলা ভাষার বিখ্যাত লেখকদের তীর্থস্থান কলকাতার কফি হাউজ, এবার তারুণ্যের কবি ও গবেষক ইমরান মাহফুজের কবিতা নিয়ে সোমবার সন্ধ্যায় কফি হাউজের দ্বিতীয়তলায় কবিতাড্ডার আয়োজন হয়।
প্রসঙ্গ করা হয়েছে কবির এবারের মেলায় প্রকাশিত প্রচ্ছদে কবির নামহীন ‘কায়দা করে বেঁচে থাকো’ বইটিকে।
আয়োজক নিনিদ পত্রিকার প্রকাশক কবি সৈকত ঘোষ বলেন, ‘ইমরানের কবিতা ভীষণ ভালো লাগে। নতুনত্ব আছে। আমাদের ভাবায় জাগায়। এই আনন্দে আজকের আয়োজন।’
ইমরান মাহফুজ বলেন, নাম সর্বস্বযুগে কাজের চেয়ে নামের বাহারই বেশি দেখা যায়! এর বিপরীতে আমি কাজকে গুরুত্ব দিয়ে কাভারটি নামহীন রাখার চিন্তা করলাম। এছাড়া প্রথম বই দীর্ঘস্থায়ী শোকসভা মধ্যে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি। আশা রাখি, পাঠকরা এবারেও সূচিপত্রহীন বইটিতে বাংলা কবিতার এক্সপেরিমেন্ট খুঁজে পাবেন।
‘কায়দা করে বেঁচে থাকো’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশন। এটি তার দ্বিতীয় কবিতার বই। বইটির দাম ১৬০ টাকা। এটির প্রচ্ছদ করেছেন আনোয়ার সোহেল।
(ঢাকাটাইমস/০২মার্চ/এসএস/জেবি)

মন্তব্য করুন