লক্ষ্মীপুরে জাটকা নিধনে ১৫ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১০ মার্চ ২০২০, ১৫:৫২| আপডেট : ১০ মার্চ ২০২০, ১৬:১০
অ- অ+

জাটকা নিধনের অভিযোগে লক্ষ্মীপুরে ১৫ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় ১৫টি নৌকা ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মেঘনার মজুচৌধুরীরহাট ও মতিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শফিকুর রিদোয়ান আরমান শাকিলের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশসহ স্থানীয়দের উপস্থিতিতে জব্দ জালগুলো মজুচৌধুরীরহাট ঘাটে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, এ নিয়ে গত তিনদিনে ৪৮ জেলেকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ দুই মাস সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ। নিষেধ না মেনে মাছ শিকার করলে জেল-জরিমানারও বিধান রয়েছে।

ঢাকাটাইমস/১০মার্চ/পিএল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা