তিন দিন পর মিলল নিখোঁজ শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১১:৫৬
অ- অ+

পাবনার ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর সুমনা নামে চার বছর বয়সী এক মেয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাতটার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত সুমনা উপজেলার বনওয়ারীনগর ইউনিয়নের সোনাহারা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবুল কাশেম আজাদ জানান, গত শনিবার বিকালে বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু সুমনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে শিশুটির বাবা সজিব পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার সকাল সাতটার দিকে বাড়ি থেকে কিছুদূরে রবিউল ইসলাম নামে একজনের নির্মাণাধীন বাড়ির বারান্দায় শিশু সুমনার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা