করোনায় ডিআরই্উ’র বিশেষ চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মার্চ ২০২০, ২৩:৩৫ | প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ২২:৫৩

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাদের পরিবারের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবায় অ্যাম্বুলেন্স সুবিধা দেয়ার উদ্যোগ নিয়েছে নেওয়া হয়েছে।

শুক্রবার এমন তথ্য জানিয়ে একটি বিবৃতি দেয় সাংবাদিকদের এই সংগঠনের পক্ষ থেকে।

এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার থেকে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সহায়তায় ডিআরইউ চত্বরে সার্বক্ষণিক ২টি অ্যাম্বুলেন্স থাকবে।

এতে বলা হয়, ডিআরইউ কোনো সদস্য বা সদস্য পরিবারের কারো মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে সমন্বয় কমিটির একজন সদস্যের সাথে যোগাযোগ করতে হবে। আপনার বাসার ঠিকানায় যথাসময়ে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। তারপর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা নেয়া হবে।

ডিআরইউ সদস্য ও পরিবারের বাইরে কারো জন্য এ সুবিধা প্রযোজ্য হবে না। ডিআরইউ’র পক্ষ থেকে এ সেবা নিশ্চিতের জন্য জরুরি ভিত্তিতে ১৫ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যে কোনো প্রয়োজনে সমন্বয় কমিটির সদস্যদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।

ইতিমধ্যে ডিআরইউ করোনা সতর্কতার অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস, হেড কভার ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেছে। কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে করোনা সংক্রান্ত সচেতনতামূলক বিশেষ সভা করা হয়েছে। এছাড়া ডিআরইউ ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানে অবস্থানের সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। অতিথি ও সদ্য প্রবাস ফেরতদের ডিআরইউতে না আসার জন্য বলা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সদস্যদের বৃহত্তর স্বার্থ বিবেচনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা টাইমস/২০ মার্চ/এআইএম

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

গণমাধ্যমকর্মী আইন নিয়ে অংশীজদের মতামত নেয়া শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

ডিএসইসির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

‘সাংবাদিক আর ইউটিউবার বা ব্লগারের বিভাজন’

চতুর্থ মেয়াদে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

সাংবাদিক ফরিদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ক্র্যাবের আল্টিমেটাম

সাংবাদিক নির্যাতন বন্ধ ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন সভাপতি মুক্তাদির, সম্পাদক জাওহার

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

এই বিভাগের সব খবর

শিরোনাম :