করোনা প্রতিরোধে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৭:৫৬
অ- অ+
ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে এই তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী ফেসবুকে লিখেন, আমি যে ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলাম একসময় সেই কারখানায় ৫০,০০০ এর অধিক মাস্ক তৈরি করেছে। কেমিকেল ল্যাবে ১,০০০ লিটার হ্যান্ডওয়াশ লিকুইড তৈরি করেছে। এগুলো অব্যাহতভাবে চলবে।

শাহরিয়ার আলম লিখেছেন, ‘আমরা গত শুক্রবার ডাক্তার এবং নার্সদের জন্য দুই ধরনের বিশেষ পোশাকের নমুনা তৈরির কাজে হাত দিয়েছি। দোয়া করবেন যেন সফল হই।’

পরীক্ষামূলক বিতরণ ইতিমধ্যে করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘প্রাথমিকভাবে এসব আমার নির্বাচনী এলাকা এবং রাজশাহীর সরকারি হাসপাতালগুলোতে, সেই সাথে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি এবং কর্মচারী যাদের জন সম্পৃক্ততা আছে তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সকলকেই দেয়া হবে।’

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস আক্রান্তের সংবাদ আসে। সোমবার পর্যন্ত দেশে মোট ৩৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। আর মারা গেছেন তিনজন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাংলাদেশের প্রত্যাশিত জয়
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা