করোনা উপেক্ষা করে উর্বশীর জলকেলি

করোনার প্রভাব পড়ছে দেশ-বিদেশি রূপালী পর্দার তারকাদের মাঝেও। তাই অনেকে গৃহবন্দি জীবন কাটাচ্ছেন। তবে সবাই যে স্বেচ্ছানির্বাসন নিয়েছেন এমন নয়! করোনা দিনেও আমোদে মেতেছেন কেউ কেউ। এদেরই একজন উবর্শী রাউতেলা। সম্প্রতি তার সমুদ্র স্নানের ভিডিও ও ছবি অনলাইনে ভাইরাল হয়।
ভিডিওতে সমুদ্রে জলকেলি করতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ভিডিওটি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উর্বশী।
উর্বশী সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সম্প্রতি, তার জলকেলীর ভিডিও ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে উর্বশী ফুলেল প্রিন্টেড বিকিনি পরেছেন। তিনি চুলেও ফুল গুঁজেছেন। চোখ ঢাকা রোদচশমায়। জল ছিটিয়ে জলকেলিতে মেতেছেন নায়িকা। শেয়ার করেছেন বেশি কিছু ফটো। গরমাগরম সেই ফটো করোনা আতঙ্কও ভুলিয়ে দিচ্ছে।
সম্প্রতি উর্বশী রাউতেলার ‘এক ডায়মন্ড দা হার লেদে ইয়ার' গানটি সোশ্যাল হিট। এর আগে তাকে দেখা গেছে 'পাগলপন্তি'তে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পুলকিত সম্রাট, অনিল কাপুর, জন আব্রাহাম, ইলিয়ানা ডি ক্রুজ এবং কৃতি খারবান্দা।
ভিডিও দেখতে পাবেন এই লিংকে: https://www.instagram.com/p/B-EvVRsB3nw/?utm_source=ig_web_button_share_sheet
(ঢাকাটাইমস/২৫মার্চ/এজেড)

মন্তব্য করুন