করোনায় স্পেনের রাজকন্যার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১২:৩২
অ- অ+

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশের একটি স্পেন। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন অবস্থার মধ্যেই দেশটির রাজন্য মারিয়া টেরসা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি করোনা শনাক্ত হয়েছিল ৮৬ বছরের এই রাজকন্যার।

মারিয়ার মৃত্যুর খবর জানান তার ভাই প্রিন্স সিক্সটো এনরিকে দে বোরবন৷ শুক্রবারই মাদ্রিদে তার শেষকৃত্য হয়৷ প্রিন্স সিক্সোটো লেখেন, ‘আজ বিকেলে (শুক্রবার) আমাদের বোন মারিয়া টেরেসা ডি বোরবন পারমা করোনভাইরাস এর শিকার৷ বোরবোন বাসসেট প্যারিসে ৮৬ বছর বয়সে মারা গেলেন৷ আমি অত্যন্ত দুঃখিত৷ সকলের কাছে আবেদন করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন ওনার আত্মা শান্তি পাই৷’

কয়েকদিন আগেই স্পেনের রাজা ষষ্ঠ ফিলিফের করোনা টেস্ট হয়েছিল৷ তবে তার রিপোর্ট নেগেটিভ আসে৷ তবে মারিয়া টেরেসার করোনা টেস্টে পজিটিভ পাওয়া যায়৷

২৮ জুলাই, ১৯৩৩ ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন মারিয়া টেরেসা৷ প্যারিসের সোরবোন ও মাদ্রিদ কমপুলটেনসি ইউনিভার্সিটির সমাজবিদ্যার প্রফেসর ছিলেন মারিয়া৷ তার কাজকর্ম ও দৃষ্টিভঙ্গির জন্য স্পষ্টবক্তা ছিলেন মারিয়া৷ এর জন্য তার ডাক নাম ছিল ‘রেড প্রিন্সেস’৷

ঢাকা টাইমস/২৯মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই
আমাজনে কাজ করছে ১০ লাখ রোবট, মানবকর্মীদের চাকরি হারানোর শঙ্কা
গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই: দুদু
তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি: নজরুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা