মাদারীপুরে দুর্বৃত্তদের আগুনে ব্যবসায়ীর ঘর ছাই

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৪:১১
অ- অ+

মাদারীপুরে দুর্বৃত্তদের লাগানো আগুনে এক ব্যবসায়ীর মালামাল ভর্তি ঘর আগুন পুড়ে গেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলা পৌরসভার চরখাগদী মৌজার চরমুগরিয়া সরকারি প্রজেক্টের পাশে এ ঘটনা ঘটে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

তিনি এ ঘটনায় রবিবার সকালে উপজেলার হাজরাপুর এলাকার দুলাল ডাক্তার, কালাম বেপারীসহ সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জিডি করেছেন।

স্থানয়ীরা জানায়, ওই এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমান রোমানের ক্রয়কৃত ৬২ শতাংশ জমিতে সীমান দেয়ালের কাজ চলছিল। পাশেই মালামালভর্তি একটি ঘর ছিল তার। গভীর রাতে কিছু দুর্বৃত্ত ওই ঘরে আগুন দেয়। টের পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে।

ব্যবসায়ী মাহফুজুর রহমান জানান, জমি নিয়ে এলাকায় কিছু মানুষের সঙ্গে তার বিরোধ চলছিল। তারাই এ আগুন দিয়েছে বলে তার ধারণা।

তিনি জানান, ওই ঘরে একটি পানির পাম্প, ৭৫ বস্তা সিমেন্টসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল ছিল।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মিঞা জানান, ঘটনাটি পুলিশের উর্ধ্বতনদের জানানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
জলবায়ু উদ্বাস্তু ৮ হাজার পরিবার সাতক্ষীরা শহরে এসে নতুন ফাঁদে
সাউথইস্ট ব্যাংক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা