করোনার উপসর্গে নিয়ে যুবকের মৃত্যু, পাঁচ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১৫:৫৭
অ- অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জের শেফালীপাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ওই যুবক নিজ বাড়িতে মারা যান। করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরে নিহতের পরিবারসহ পাঁচ বাড়ি লকডাউন করা হয়। দুপুরে সামাজিক সুরক্ষা মেনে তাকে দাফন করা হয়। এ নিয়ে গত আট দিনে জেলায় মারা গেছে আটজন।

সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার জানান, গত ৪/৫ দিন যাবত সর্দি, জ্বর, কাশি, ডায়েরিয়া, গলা ব্যথা ভুগছিলেন তিনি। সকালে অসুস্থ হয়ে মারা যান ওই যুবক। পরে করোনার উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সামাজিক সুরক্ষা মেনে তার লাশ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের বাড়িসহ পাঁচ বাড়িকে লকডাউন করে দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেক্সাসে হঠাৎ ভয়াবহ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু
আন্দোলন এখন গলার কাঁটা, দিন কাটাচ্ছেন বহিষ্কার আর দুদক আতঙ্কে এনবিআর কর্মকর্তারা
ধামরাই কি আমাদের মনোজাগতিক পঁচনকেই দৃশ্যমান করল?
কারবালার নৃশংস ঘটনা: নেপথ্যে কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা