চাল চুরি নিয়ে স্ট্যাটাস, ইবি ছাত্রদল সভাপতি লাঞ্ছিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাল চুরির স্ট্যাটাস দেয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের ওপর হামলা করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিকাল সাড়ে তিনটার দিকে শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বসেছিলেন। খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন সেখানে যান। এসময় তার সঙ্গে থাকা ৯/১০ জন অতর্কিতভাবে সভাপতির উপর হামলা করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ছাত্রদল সভাপতি পালিয়ে যান। এতে ছাত্রদল সভাপতি আহত হন।
খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাল চুরি নিয়ে স্ট্যাটাস দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি। সেখানে তিনি উল্লেখ করেন,‘গতকাল আমাদের সাবেক ১নং ওয়ার্ডের ১০টাকা কেজির চাল ডিলার ৩ ব্যাগ/৯০ কেজি চাল চুরি করে বিক্রি করে দেয়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বিক্রিত চালসহ চোর গ্রেপ্তার হয়। পরে বড় চোরদের সুপারিশে ছোটচোর ছাড়া পেয়ে যায়। ইউনিয়নঃ কাঁচেরকোল, শৈলকুপা, ঝিনাইদহ।’ এই স্ট্যাটাসের জের ধরে হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে সভাপতি ওমর ফারুক বলেন,‘গতকাল ইউনিয়ন পরিষদের সরকারি চালের অনিয়ম দুর্নীতি নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে চেয়ারম্যান লোকজন এনে আমার উপর হামলা করে। স্বাধীন দেশে মতপ্রকাশের স্বাধীনতা নেই। মহামারি করোনাভাইরাসের আক্রমণে অসহায় কর্মহীন মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে, এই সময় চাল চোররা চুরির খেলায় মেতে উঠেছে। এ প্রতিবাদ করাই আমার অপরাধ। দেশে এসবের বিচার হয় না। আমি এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বিচার দাবি করছি।
ছাত্রদল সভাপতির ওপর কেন হামলা করা হয়েছে বলে চেয়ারম্যান সালাউদ্দিন জোয়াদ্দার মামুনকে জিজ্ঞেস করা হলে প্রতিবেদকের কথা শোনার পর তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে অনেকবার ফোন দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

মন্তব্য করুন