‘প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের খবরটি ভুয়া’

তানিয়া আক্তার, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মে ২০২০, ২২:৪৬

প্রাথমিকে আরও এক লাখ শিক্ষক নিয়োগের খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন। করোনাকালে গুজব না ছড়িয়ে নির্ভরযোগ্য তথ্য দেয়ার অনুরোধ জানিয়েছেন প্রাথমিকের সচিব।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের বরাত দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকসহ বিভিন্ন স্তরে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে গত মঙ্গলবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষা: বাস্তবায়ন-অভিজ্ঞতা এবং সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে নিয়োগের বিষয়টি প্রাথমিকের সচিব জানিয়েছেন বলে উল্লেখ করা হয়। অথচ করোনাভাইরাসের কারণে সচিব আকরাম আল হোসাইন ঘরেই অবস্থান করছেন।

সচিব মো. আকরাম-আল হোসেন ঢাকা টাইমসকে বলেন, 'এ ধরনের কোনো প্রোগ্রামই হয়নি। প্রতিমন্ত্রী কিংবা মহাপরিচালক এ ধরনের প্রোগ্রাম করেননি।'

প্রাথমিকে আরও এক লাখ শিক্ষকের নিয়োগের বিষয়ে প্রাথমিকের সচিব বলেন, 'প্রাক-প্রাথমিকে ২৬ হাজার ৩৩৬ জন নিয়োগ দেব, সে বিষয়ে কাজ চলছে। সেটাতো কোনোভাবেই এক লাখ শিক্ষক নয়। এছাড়া কোনো প্রোগ্রামে উপস্থিত হয়ে আমি, প্রতিমন্ত্রী কিংবা মহাপরিচালক এই ধরনের কোনো তথ্যও বলিনি। বিষয়টা একেবারেই সত্য নয়।'

গণমাধ্যমে প্রকাশিত সেই সংবাদে সচিবের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমেও নিয়োগের তথ্যটি নিশ্চিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় ঢাকা টাইমসকে বলেন, ' এ ধরনের কোনো প্রোগ্রাম সম্প্রতি হয়নি। আমিও এ ধরনের কোনো তথ্য দিইনি। বিষয়টা খুবই দুঃখজনক।'

(ঢাকাটাইমস/০৮মে/টিএটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :