বাড্ডায় গৃহকর্মী অন্তঃসত্ত্বা, গৃহকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২০, ২১:১০
অ- অ+

রাজধানীর বাড্ডা এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহকর্তা তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তৌহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুরের দিকে তৌহিদুলকে আদালতে হাজির করে বাড্ডা থানা পুলিশ। তদন্ত কর্মকর্তা আসামিকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তৌহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে তৌহিদুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতো ১৪ বছর বয়সী ওই কিশোরী। তৌহিদুলের স্ত্রী বাড্ডায় একটি দোকানে চাকরি করেন। স্ত্রী না থাকার সুযোগে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করতেন তৌহিদুল। এক পর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার পর বাড্ডা থানায় মামলা হয়।

(ঢাকাটাইমস/০৯মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
‘স্বপ্ন নিয়ে’র উদ্যোগে আরও ২৫ জন পেলেন কৃত্রিম পা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা