সিলেটে সুস্থ হয়েছেন ৯২ করোনা রোগী

ব্যুরো প্রধান, সিলেট
 | প্রকাশিত : ১৮ মে ২০২০, ২৩:৪৬

সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৯২ জন সুস্থ হয়েছেন। কোনো প্রকার চিকিৎসা ছাড়াই বেশিরভাগ রোগী হোম আইসোলেশনে থেকেই সুস্থ হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান। এছাড়া কিছু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত ৯২ জন সুস্থ হয়েছেন।

এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জ ৩৫ জন, হবিগঞ্জে ৩৯ জন ও মৌলভীবাজারে ২ জন।

আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এর মধ্যে সিলেট জেলায় চারজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন।

আনিসুর রহমান জানান, কোভিড-১৯ আক্রান্ত বেশিরভাগ রোগীরই কোনো উপসর্গ নেই। তারা বাসায় থেকেই সুস্থ হয়ে হয়ে উঠছেন। কয়েকজন শুধু প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়েছেন।

মারা যাওয়া বেশিরভাগই আগে থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল বলে জানান তিনি।

সোমবার পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী ৪২১ জন।

এর মধ্যে সিলেটে ১৫৪, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজারে ৬১ জন।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :