ওয়ার্নের অভিযোগের জবাবে কী বললেন ওয়াহ?

স্টিভ ওয়াহ তাঁর দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার। এভাবেই প্রাক্তন অজি তারকাকে আক্রমণ করেছিলেন শেন ওয়ার্ন। ওয়াহ অবশ্য উড়িয়ে দিয়েছেন ওয়ার্নের করা অভিযোগকে।
পরিসংখ্যান দেখিয়ে ওয়ার্ন বলেছিলেন, ওয়া ১০৪টি রান আউটের সঙ্গে জড়িত। তার মধ্যে ৭৩ বারই আউট হয়েছেন ওয়ার ব্যাটিং পার্টনার। কিংবদন্তি লেগ স্পিনারের করা এহেন অভিযোগের জবাবে প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক ওয়াহ বলেছেন, ‘দুজন মানুষের মধ্যেই ঝামেলা হয়। এখানে তো দুজন নেই। একজন একতরফা বলে চলেছে। আমার কোনো প্রতিক্রিয়া নেই।’
ওয়ার্নের আক্রমণের কোনো জবাবই দিতে চাননি ওয়া। দুজনের মধ্যে সম্পর্ক ভাল নয় সেই খেলার সময় থেকেই। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল থেকে বাদ পড়েছিলেন ওয়ার্ন। সেই সময়ে ওয়াহ অধিনায়ক।
ওয়ার্ন প্রথমবার দল থেকে বাদ পড়েন। সেই সময়ে অ্যালান বোর্ডারও কিংবদন্তি লেগ স্পিনারের পাশে দাঁড়িয়েছিলেন। ওয়ার্নকে বাদ দেওয়া প্রসঙ্গে ওয়া বলেছিলেন, ‘দলের স্বার্থে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল।’
দুজনেই ক্রিকেট ছেড়ে দিয়েছেন বহুদিন। কিন্তু সম্পর্ক জোড়া লাগেনি এখনও। সুযোগ পেলেই ওয়ার্ন আক্রমণ করে বসেন ওয়াহকে।
(ঢাকাটাইমস/১৯ মে/এসইউএল)

মন্তব্য করুন