নেত্রকোণায় একই পরিবারের চারজন করোনায় আক্রান্ত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১১:৫৫
অ- অ+

নেত্রকোণায় গত ২৪ ঘন্টায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই কেন্দুয়া উপজেলার বাসিন্দা।

এর মধ্যে আক্রান্ত দৈনিক সংবাদে কেন্দুয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করা সাংবাদিক সন্তোষ সরকার কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এছাড়া তিনি বাংলা একাডেমির তালিকাভুক্ত লোক ঐতিহ্য সংগ্রাহক এবং চিত্রকর। তার পত্নীসহ পরিবারের চারজন শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল।

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে নমুনার সর্বশেষ নতুন ১৪১টি নমুনার রিপোর্টে এই ৫ জন শনাক্ত হন। নতুন আক্রান্ত ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪ জন আর মারা গেছেন ২ জন। এছাড়াও সর্বশেষ গতকালের রিপোর্টে আগে করোনায় আক্রান্ত একজনের আবারও নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

এ পর্যন্ত জেলায় সংগৃহীত ৩ হাজার ৩১৬ টি নমুনার বিপরীতে ৩ হাজার ২৯০টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
আমার ভাইয়ের হত্যার বিচার এখনো পাই নাই: রমজান আলী
শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে আবারও সক্রিয় অপশক্তি: সপু
বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা