করোনার নমুনা সংগ্রহে নোয়াখালী পৌরসভার অ্যাম্বুলেন্স সার্ভিস

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৩:৩৮

করোনার উপসর্গ থাকা ও সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহের জন্য নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অ্যাম্বুলেন্স সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল। মেয়র বলেন, পৌরসভার চিকিৎসক, টেকনলোজিস্ট’সহ স্বাস্থ্য বিভাগের পাঁচ সদস্যের একটি টিম জেলা সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করবে। সংগ্রহকৃত নমুনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হবে। পৌর নাগরিকদের দ্রুত এ রোগ নির্ণয়ের জন্য এ সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এ অ্যাম্বলেন্স সার্ভিসের যাবতীয় খরচ পৌরসভার বহন করবে।

ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :