ইতালিতে একদিনে মৃত্যু ৮৭

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ২৯ মে ২০২০, ২২:৫৪
অ- অ+

চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্থ ইতালি। শুক্রবার দেশটিতে মৃত্যুবরণ করেছে ৮৭ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট মৃত্যুবরণ করেছে ৩৩ হাজার ২২৯ জন। এ দিন নতুন আক্রান্ত ৫১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩২ হাজার ২৪৮ জন।

গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৪৭৫ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৬ হাজার ১৭৫ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২৪০ জন এবং মোট সুস্থ হয়ে এক লক্ষ ৫২ হাজার ৮৪৪ জন বাড়ি ফিরেছে বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি।

জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। দেশটিতে সামাজিক দূরত্ব বজায় রেখে লকডাউন শিথিল করা হচ্ছে পর্যায়ক্রমে। ইতিমধ্যে দোকানপাট এবং রেস্তোরাঁ খুলে দেয়া হয়েছে। দীর্ঘ তিন মাস পরে মনে হচ্ছে ইতালি কিছুটা হলেও প্রাণ ফিরে পেয়েছে। ইতালিতে বিপর্যস্ত শহরগুলোর কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালিতে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।

আগামী ৩ জুন থেকে দেশটিতে লকডাউন শিথিলের অংশ হিসেবে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেতে পারবে ইতালির মানুষ।

(ঢাকাটাইমস/২৯মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা