যশোরে কৃষক খুন

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৬:৫৮
অ- অ+

যশোরের মণিরামপুরে নজরুল ইসলাম মোড়ল (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। শনিবার বিকাল থেকে রাতের কোন এক সময় উপজেলার হরিহরনগরের তাজপুর এলাকার একটি মাঠে এই ঘটনা ঘটে। নিহতের মাথার সামনে ও পিছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে রবিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করেছে। নজরুল ইসলাম তাজপুর উত্তরপাড়ার মৃত মেসের মোড়লের ছেলে।

এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্থানীয় আব্দুর জব্বার, মেহেদী হাসান ও আসাদুল নামে তিনজনকে হেফাজতে নিয়েছে। তবে এই ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

নিহতের ছোট ছেলে জাহিদ বলেন, প্রায়ই আব্বা বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেন না। মসজিদে শুয়ে থাকেন। শনিবার বিকালে তিনি বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। সকালে আব্বা না ফেরায় আমি খুঁজতে বের হই। খোঁজাখুঁজির এক পর্যায়ে ভোর সাড়ে পাঁচটার দিকে স্থানীয় মাঠে মতিয়ার রহমানের ক্ষেতে আব্বার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখি।

নজরুলের স্ত্রী পারুল বেগমের দাবি, তার স্বামী বর্গা চাষি। বাড়ির পাশে মাঠে জমি বর্গা নিয়ে তিনি মরিচ চাষ করেছেন। গত বছর ধরে জমির উপর দিয়ে পানি নেওয়া নিয়ে আব্দুস জব্বার, আসাদুল ও মেহেদীর সাথে তার (নজরুলের) দ্বন্দ্ব। তারা জোর করে নজরুলের জমির উপর দিয়ে পানি নিতে চায়। শনিবারও (৩০ মে) এই নিয়ে নজরুলের সাথে তাদের দ্বন্দ্ব হয়। তারই জের ধরে নজরুল খুন হয়েছে।

ঝাঁপা ক্যাম্প পুলিশের এসআই শাহাবুল আলম জানান, পানি দেওয়া দ্বন্দ্বে নজরুল খুন হয়েছেন। তবে, খুনের ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৩১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা