ইতালিতে কমছে আক্রান্তের সংখ্যা

কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ২৩:১১
অ- অ+

চীনের উহান শহর থেকে শুরু হওয়া করোনাভাইরাসে বিপর্যস্থ ইতালি। দেশটিতে দিনে দিনে কমছে আক্রান্তের সংখ্যা। সোমবার ১ জুন দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে দুইশ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৩৩ হাজার ১৯৭ জন। এদিন প্রাণ হারিয়েছে ৬০ জন। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট প্রাণ হারিয়েছে ৩৩ হাজার ৪৭৫ জন। গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৪২৪ জন। দেশটিতে এখনো চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১ হাজার ৩৬৭ জন। আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৮ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লক্ষ ৫৮ হাজার ৩৫৫ জন বলে জানিয়েছেন নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি। জনগণকে সুরক্ষা দিতে ইতালি সরকার করোনা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আজ লোম্বারদিয়া অঞ্চলে আক্রান্ত ৫০ জন এবং মৃত্যুবরণ করেছে ১৯ জন।

দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়া হচ্ছে ৩ জুন থেকে ফলে ওই দিন থেকে বিভিন্ন দেশের পর্যটকেরা সেখানে যেতে পারবেন। এ সময় ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পরিস্থিতি নজরে রাখছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। করোনা বিপর্যয় কাটিয়ে ক্রমে সেই আগের কর্ম চাঞ্চল্যে ফিরে যেতে শুরু করেছে ইতালি।

(ঢাকাটাইমস/১জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা