নেত্রকোণায় আরও ৮ জনের করোনা শনাক্ত

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ জুন ২০২০, ১২:০৯

নেত্রকোণায় গত ২৪ ঘন্টায় আরও আটজনের শরীরে প্রাণঘাতী ভাইরাস করোনার উপস্থিতি পাওয়া গেছে। ৮০টি নমুনা পরীক্ষায় আটজনের করোনা পজেটিভ আসে। শনাক্তদের মধ্যে দুই জন সিএইচসিপি ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

আটজনকে নিয়ে জেলায় মোট ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে জানিয়েছেন জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম। এর মধ্যে ৭৮ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন দুইজন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে কেন্দুয়া উপজেলায় ৫ জন আছেন। এদের মধ্যে ২ জন সিএইচসিপি, একজন স্বাস্থ্যকর্মী পরিবারের সদস্য ও ২ জন কান্দিউড়া গ্রামের বাসিন্দা। বাকি তিনজনের মধ্যে একজন সদরের কাইলাটি এলাকা, মোহনগঞ্জ উপজেলার সদরের দৌলতপুর ও বাকি একজন পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত ৩ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৫৯৩টি।

ঢাকাটাইমস/২জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :