করোনায় আরেক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ২০:১১| আপডেট : ০২ জুন ২০২০, ২০:২২
অ- অ+

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে গিয়ে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম শ্রী নিরোদ চন্দ্র মন্ডল। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে পুলিশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

মঙ্গলবার রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এআইজি জানান, করোনার সংক্রমণ ধরা পড়ার পর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন শ্রী নিরোদ চন্দ্র। গতকাল দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ফরিদপুরে। এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা ছিলেন পুলিশের এই সদস্য।

সদরদপ্তর জানায়, পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার পর্যন্ত শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে। আর মৃত হয়েছে ৭০৯ জনের।

(ঢাকাটাইমস/০২জুন/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা