মাগুরায় পুলিশসহ পাঁচজনের করোনা শনাক্ত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২০, ১৫:৩৪

মাগুরায় পাঁচজনের শরীরে বৃহস্পতিবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত ৩৪ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ জন। নতুন আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি মাগুরা সদরে। অন্যজনের বাড়ি শ্রীপুর উপজেলায়। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের করোনা ইউনিটের পিসিআর ল্যাব থেকে মাগুরা স্বাস্থ্য বিভাগকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, বুধবার মাগুরা থেকে পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে যে নমুনা পাঠানো হয় তার মধ্যে পরীক্ষার ফলাফলে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে।

মোট আক্রান্ত ৩৪ জনের মধ্যে ইতিমধ্যে ১৯ জন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্ত পাঁচজনসহ মোট ১৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের এলাকাগুলো লকডাউন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :